2nd Event
ফুসকা খাওয়া প্রতিযোগিতা ২০২৫
টক ঝাল মজার চ্যালেঞ্জে এবার দেখা যাক কে পারে সবচেয়ে বেশি ফুসকা খেতে!
প্রতিযোগিতার তথ্য:
স্থান: দনিয়া কলেজের সামনে
সময়: ৯০ সেকেন্ড
এন্ট্রি ফি: ১০০ টাকা মাত্র
শর্তাবলী:
একাধিক ফুসকা একসাথে মুখে দেওয়া যাবে না।
প্রতিটি ফুসকায় টক পানি ভরে খেতে হবে।
নির্ধারিত সময় শেষে মুখে থাকা ফুসকা গণনা করা হবে না।
বমি করলে বা মুখ থেকে ফেলে দিলে সেই ফুসকা গণনা করা হবে না।
সমান ফলাফল (টাই) হলে অতিরিক্ত ১০ সেকেন্ড সময় নিয়ে রান-অফ রাউন্ড অনুষ্ঠিত হবে।
বিচারকের সিদ্ধান্তই হবে চূড়ান্ত ও অপরিবর্তনীয়।
আয়োজক কর্তৃপক্ষ সময় ও নিয়ম পরিবর্তন অথবা প্রতিযোগী বাতিলের অধিকার সংরক্ষণ করে।
প্রতিযোগীর সাথে ১ লিটার পানি আনা বাধ্যতামূলক।
তুমি কি ফুসকার রাজা হতে প্রস্তুত?
এসো, তোমার বন্ধুদের সঙ্গে নিয়ে নাও চ্যালেঞ্জ —
হাসি, উত্তেজনা আর টক-ঝাল স্বাদে ভরপুর এক মজার প্রতিযোগিতা!
তাড়াতাড়ি নাম লেখাও — সীট সীমিত!
https://www.facebook.com/share/v/1AAdfYGqsC পূবের প্রতিয়োগিতার ভিডিও
পুরুস্কার: ১ম পুরস্কার –
২য় পুরস্কার –
৩য় পুরস্কার –
৪র্থ পুরস্কার –
৫ম পুরস্কার –
১ম থেকে ৫ম পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে পাবেন www.easyedubd.com এর একটি ভিডিও কোর্স ফ্রি!
https://m.me/ch/AbZqNUDwR9gCkigp কমিউনিটি গ্রুপ সকল কিছু জানার জন্য।
রেজিষ্ট্রেশন লিংক-